সমাজসেবীর টুইট, চলন্ত ট্রেনের দুরারোগ্য এক মুমূর্ষ রোগীকে চিকিৎসার উদ্যোগ গ্রহণ করল রেল কর্তৃপক্ষ

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ জুন ২০২২ : সমাজসেবী নব্যেন্দু মৌলিকের উদ্যোগে এবার চলন্ত ট্রেনের দুরারোগ্য এক মুমূর্ষ রোগীকে চিকিৎসার উদ্যোগ গ্রহণ করল রেল কর্তৃপক্ষ। ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল রাতে জলপাইগুড়ি থেকে ওই রোগী সুপ্রিয়া খাতুন ও তার পরিবার দার্জিলিং মেলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। মালদা টাউন পেরোতেই প্রচন্ড ব্যথা শুরু হয় রোগীর। রোগীর পরিজনরা চিন্তিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তারা জলপাইগুড়ির বিশিষ্ট সমাজসেবী পার্থ ব্যানার্জি ও বিশিষ্ট সংস্কৃতি ব্যাক্তিত্ব পিনাকী সেনগুপ্তর সাথে যোগাযোগ করেন। তারাই নব্যেন্দুর সাথে ফোনে যোগাযোগ করিয়ে দেন ওই রোগীর পরিজনদের। রাত তখন বারোটা। নব্যেন্দু বাবু ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে রেলমন্ত্রী, ডিআরএম হাওড়া, ডিআরএম মালদা ও রেল সেবার সাথে যোগাযোগ করে টুইট করেন। পদক্ষেপ নিতে দেরী করেনি রেল কর্তৃপক্ষও। যেহেতু দার্জিলিং মেলের স্টপেজ কম, তবুও রেল কর্তৃপক্ষ রামপুরহাটে ট্রেনটি থামানোর ব্যবস্থা করেন এবং সেখানে এক চিকিৎসককে দিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয় রোগীর। পরে ফের ট্রেনটি রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। এ বিষয়ে নব্যেন্দু বাবু ধন্যবাদ জানিয়েছেন সংবাদমাধ্যম, বিশিষ্ট সমাজসেবী পার্থ ব্যানার্জি ও পিনাকী বাবুকে। এ বিষয়ে পার্থ ব্যানার্জি টেলিফোনে জানান, “রেলের উদ্যোগ খুবই প্রশংসনীয়। পাশাপাশি নব্যেন্দু যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসার দাবি রাখে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *