সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ মার্চ’২৪ : জলপাইগুড়ির আবেগ চিলড্রেন পার্কের সংস্কারের কাজ ফের শুরু হল। শনিবার এই কথা ঘোষণা করলেন জলপাইগুড়ি পুরসভার উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী। তিনি এই পার্কে এসে একথা ঘোষণা করেন। তিনি বলেন, প্রায় চল্লিশ লক্ষ টাকা ব্যায়ে আপাতত নিকাশি নালার কাজ শুরু হল আজ থেকেই। এরপর ধাপে ধাপে সব কাজই শেষ করবে পুরসভা। এদিন দুপুরে সৈকত বাবু এই পার্কে নিজে এসে পুরো পার্ক পরিদর্শন করেন।

শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই পার্ক ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের ছোটবেলার অনেক স্মৃতি এই পার্কের সাথে জড়িয়ে আছে। দীর্ঘ সময় ধরে এর সংস্কার হয়নি। এর আগে পুরপিতা মোহন বোসের আমলে কিছুটা সংস্কারের কাজ হলেও থমকে গিয়েছিল। কিন্তু ফের কাজ শুরু হল। প্রথমে ড্রেন করা হবে। এরপর গেট নির্মাণ, মাঠ পরিস্কার, ক্যাফেটেরিয়ার সংস্কার, শিশুদের জন্য বিভিন্ন খেলনা বসানো সহ সব কাজ আগামী কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলেও তিনি বলেন। সৈকত বাবু জানান, আগামী এক বছরের মধ্যে এক উন্নত চিলড্রেন পার্ক জলপাইগুড়িবাসী উপহার পেতে চলেছে।