বিস্ফোরণের আশঙ্কা থেকে অবশেষে মুক্ত হলেন তিস্তা পাড়ের বাসিন্দারা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১১ অক্টোবর’২৩ : বিস্ফোরণের আশঙ্কা থেকে অবশেষে তিস্তা পাড়ের বাসিন্দারা দুশ্চিন্তা মুক্ত হলেন বুধবার! উল্লেখ্য মঙ্গলবার থেকে সদর ব্লকের দক্ষিণ বিবেকানন্দ পল্লীর তিস্তা পাড়ে একের পর এক বিস্ফোরক নিস্ক্রিয় করার কাজ শুরু করে সেনা।

আজ তিস্তায় ভেসে আসা সেনা ক‍্যাম্পের একাধিক বিস্ফোরক নিস্ক্রিয় করলো সেনা। সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তিস্তায় ভেসে আসা সেনা ক‍্যাম্পের বিস্ফোরক,মর্টার শেল তিস্তা পাড়ের কিছু বাসিন্দা বাড়িতে নিয়ে যান। উল্লেখ্য ক্রান্তির চাপাডাঙ্গার বিস্ফোরণের পরেই নড়েচড়ে বসে প্রশাসন।

আতঙ্ক শুরু হয় তিস্তা পাড়ের বাসিন্দাদের মধ্যে। বাড়িতে রাখা বিস্ফোরকগুলি তিস্তা পাড়ের উত্তর সুকান্ত নগর, বিবেকানন্দ পল্লী সহ বিভিন্ন এলাকায় ধান ক্ষেতে, রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় অনেকে। এদিন সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিস্ফোরকগুলি নিস্ক্রিয় করা হল। প্রথমে বিস্ফোরকগুলি মাটির বস্তা দিয়ে চাপা দেওয়া হয়।

The residents of Teesta Par were finally freed from the danger of explosion

এরপর টাইমার সেট করে বিস্ফোরন করা হয় । এদিনও স্থানীয় বাসিন্দাদের প্রায় তিনশো মিটার দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। এলাকার বাসিন্দা মাম্পি বিশ্বাস, রতন বিশ্বাস বলেন, কয়েকদিন ধরে আমরা এলাকায় আতঙ্কে ছিলাম। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দুই দিন ধরে একের পর এক বিস্ফোরক সেনাবাহিনীর জওয়ানরা নিষ্ক্রিয় করলেন। এতে এলাকায় আর কোন আতঙ্ক থাকলো না বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *