হালিশহরে আচমকা ভেঙে পড়ল মাছ বাজারের ছাদ


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৯ সেপ্টেম্বর’২৩ : হালিশহর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের হুকুমচাঁদ জুটমিল সন্নিহিত পুরনো মাছ বাজার ভেঙে বিপত্তি। ক্ষতিগ্রস্ত দোকানদারেরা। যদিও ঘটনায় কেউ আহত হননি। শনিবার সকাল ৯.২০ মিনিট নাগাদ তুমুল বৃষ্টির কারনে আচমকা ভেঙে পড়ে পুরনো মাছ বাজারের ছাদ। সেই সময় দু-একজন মাছ ব্যবসায়ী সবেমাত্র দোকান খুলেছিলেন।

The roof of the fish market suddenly collapsed in Halishahr

তবে ছাদ ভেঙে পড়ায় একজন মুরগি মাংসের দোকানদারের পায়ে সামান্য চোট লেগেছে। শতাব্দী প্রাচীন বাজার সংস্কারের দাবিতে এদিন সরব হয়েছিলেন ব্যবসায়ীরা। অতি প্রাচীন এই বাজারের একজন অংশীদার মহম্মদ শাহেদ হোসেন এদিন দুপুরে কলকাতা থেকে হালিশহরে আসেন। তিনি বাজারের ভগ্নপ্রায় অবস্থা সচক্ষে পরিদর্শন করেন। অন্যান্য অংশীদারগনের সঙ্গে কথা বলে তিনি বাজার সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *