মুম্বই, ৩ জুন : যশ রাজ ফিল্মস (YRF)-এর ব্যানারে আসন্ন রোমান্টিক ছবি ‘সায়ারা’ ইতিমধ্যেই টিজার মুক্তির পর থেকেই সিনেপ্রেমীদের মাঝে তীব্র আগ্রহের জন্ম দিয়েছে। পরিচালনায় মোহিত সুরি, যিনি বলিউডে হৃদয় ছুঁয়ে যাওয়া প্রেমের গল্পের জন্য সুপরিচিত, এবার একেবারে নতুন জুটি ও সংবেদনশীল গল্প নিয়ে ফিরছেন।
আজ মুক্তি পেল ছবির টাইটেল ট্র্যাক ‘সায়ারা’, আর সেই উপলক্ষে মোহিত সুরি জানালেন এক আবেগঘন বার্তা।
তিনি বলেন, “সায়ারা অ্যালবামে এমন সব গান, সুর এবং ভাবনা রয়েছে, যা আমি ৫ বছরেরও বেশি সময় ধরে যত্ন নিয়ে সংগ্রহ ও কিউরেট করেছি। সুর সংগ্রহ করা আমার একটা নেশার মতো। ঠিক যেমন কেউ বই সংগ্রহ করেন, আমি গান ও সুর জমাই। এই অ্যালবাম আমার আত্মার খুব কাছের।”
সুরি আরও জানিয়েছেন, তাঁর উদ্দেশ্য ছিল এমন একটি রোমান্টিক অ্যালবাম তৈরি করা যা একদিকে যেমন নতুন, তেমনি শ্রোতার মনে দীর্ঘকাল দাগ কাটবে।
“সায়ারা টাইটেল ট্র্যাক এতটাই আবেগে ভরপুর যে প্রথম শুনেই প্রেমে পড়ে যাই,” — বলেন তিনি।
এই ট্র্যাকের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করছেন কাশ্মীরের দুই প্রতিভাবান শিল্পী — ফাহিম আবদুল্লাহ ও আরসলান নিজামী। গানটি সুর করেছেন জনপ্রিয় সুরকার তনিষ্ক বাগচী, এবং কথার জাদু এনেছেন ইরশাদ কামিল।
সায়ারা টাইটেল ট্র্যাকটি শুনুন:
ছবিটি দিয়ে বলিউডে পা রাখছেন আহান পান্ডে, এবং তাঁর বিপরীতে আছেন অনিত পদ্দা, যিনি ওয়েব সিরিজ ‘বিগ গার্লস ডোন’t ক্রাই’-তে অভিনয় করে ইতিমধ্যেই নজর কেড়েছেন।
সায়ারা প্রযোজনা করছেন YRF-এর সিইও অক্ষয় বিধানি, এবং ছবিটি ১৮ জুলাই, ২০২৫-এ বিশ্বব্যাপী মুক্তি পাবে।
রোমান্টিকতা, সুর, নতুন মুখ, আর হৃদয়গ্রাহী গল্প—সব মিলিয়ে ‘সায়ারা’ হতে চলেছে ২০২৫ সালের বলিউডের অন্যতম বহুল প্রতীক্ষিত ছবি।