এই প্রথম পুণ্যার্থী শূন্য হলো জল্পেশ মন্দিরের গর্ভগৃহ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ আগস্ট : এই প্রথম পুণ্যার্থী শূন্য হলো জল্পেশ মন্দিরের গর্ভগৃহ। হাইকোর্টের নির্দেশ মেনে রবিবার কৃত্রিম পদ্ধতিতে জল্পেশ মন্দিরে মহাদেবের মাথায় জল ঢাললেন পুণ্যার্থীরা। মন্দিরের সম্মুখভাগে লাগানো হয়েছে বড় মাপের জায়ান্ট স্ক্রিন। যার সাহায্যে পুণ্যার্থীরা মহাদেবের মাথায় জল ঢালার দৃশ্য সরাসরি দেখলেন। উল্লেখ্য গত শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেন যে শ্রাবণ মাসের এই রবিবার ও সোমবার জল্পেশ গর্ভগৃহে পুণ্যার্থীরা প্রবেশ করতে পারবে না। তার পরিবর্তে বিকল্প জল ঢালার পদ্ধতি অবলম্বন করতে বলা হয়েছিল। এমনকি এই দুইদিন বন্ধ রাখতে হবে টিকিট কাউন্টার। সেই মোতাবেক রবিবার বিকল্প পদ্ধতিতেই জল ঢাললেন পুণ্যার্থীরা। গতকাল রবিবার জল্পেশ এর শ্রাবণী মেলায় ব্যাপক ভিড় হওয়ার আশঙ্কা ছিল মন্দির কর্তৃপক্ষের। তবে রবিবার ভিড় সামলানোর জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল পুলিশ প্রশাসন। মন্দির চত্বরে বাড়ানো হয়েছিল পুলিশি নিরাপত্তা। রবিবার সকাল থেকেই পুণ্যার্থীরা মন্দির চত্বরে আসতে শুরু করেন। তবে তাদের জন্য গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ থাকায় বিকল্প পদ্ধতিতেই জল ঢাললেন পুণ্যার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *