জলপাইগুড়ি : সোমবার জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেস গ্রামীণ চিকিৎসক সংগঠনের দ্বিতীয় জেলা সম্মেলন। এদিনের সম্মেলনে গ্রামীণ চিকিৎসকদের নানা দাবি নিয়ে বিশদে আলোচনা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। প্রথমত, সরকারি ট্রেনিংপ্রাপ্ত সমস্ত গ্রামীণ চিকিৎসকদের প্রাথমিক, ব্লক, ও জেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মী হিসেবে নিয়োগ করতে হবে। দ্বিতীয়ত, যারা সরকারি ট্রেনিং পেয়েছেন তাদের প্রয়োজনীয় সরকারি সার্টিফিকেট প্রদান করতে হবে। তৃতীয়ত, সকল গ্রামীণ চিকিৎসককে সরকারি পরিচয়পত্র দিতে হবে। এছাড়া অক্ষম ও বয়স্ক চিকিৎসকদের মাসিক ভাতা প্রদানের ব্যবস্থার দাবি জানানো হয়।

গ্রামীণ চিকিৎসকদের দাবি, গ্রামে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে যাতে ড্রাগ কন্ট্রোলের হেনস্থার শিকার হতে না হয়, সেদিকে প্রশাসনের নজর দেওয়া উচিত। এদিন উপস্থিত প্রতিনিধিরা এসব দাবি নিয়ে একমত হন এবং সরকারের কাছে এগুলো বাস্তবায়নের আর্জি জানান।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
তৃণমূল কংগ্রেস গ্রামীণ চিকিৎসক সংগঠনের জেলা সভাপতি প্রণব কুমার দাস বলেন, “আমাদের দাবিগুলি বাস্তবায়িত হলে গ্রামীণ চিকিৎসকরা আরও ভালোভাবে চিকিৎসা পরিষেবা দিতে পারবেন এবং এর ফলে গ্রামীণ এলাকার মানুষ উপকৃত হবেন।”
সম্মেলনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রামীণ চিকিৎসকদের দাবিগুলিকে গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।