জলপাইগুড়ি : বনের সীমানা পেরিয়ে এবার শহরে? জলপাইগুড়ি শহরের পশ্চিম কংগ্রেস পাড়ায় বৃহস্পতিবার রাতে চিতাবাঘ দেখার দাবি করলেন স্থানীয় বাসিন্দা শুভঙ্কর বণিক। তাঁর কথায়, রাতের অন্ধকারে বাড়ির উঠোন থেকে একটি চিতা বাঘকে সীমানা প্রাচীর টপকে পাশের বাড়িতে চলে যেতে দেখেছেন তিনি। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক, ঘুম উড়ে যায় পাড়াজুড়ে।
বনের রাজা হঠাৎ লোকালয়ে! সাধারণত বন সংলগ্ন গ্রামে বন্যপ্রাণী ঢুকে পড়ার খবর মেলে। তবে এবার শহরের মধ্যেই চিতাবাঘের পদচারণার খবরে নড়েচড়ে বসেছে সবাই। এভাবে একেবারে শহরের প্রাণকেন্দ্রে চিতাবাঘের দেখা মিলবে, তা কেউ কল্পনাও করেননি। ঘটনার পর থেকেই বনদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।