সংবাদদাতা, জলপাইগুড়ি : সোমবার সকালে জলপাইগুড়ি শহরের বেগুনটারি লিচুতলা এলাকার এক জামাকাপড়ের দোকানদার দোকান খোলার পর চা খেতে বাইরে যায়। সেই সুযোগে এক কিশোর তার দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। ঘটনাটি অন্য একজন দেখে দোকানদার কে জানালে। আশেপাশের সবাই কিশোরটিকে ধরার জন্য ছুটে যায়। শেষে কামার পাড়া থেকে কিশোরটিকে ধরে আনা হয়।

এরপর সেই কিশোরের পকেট থেকে দোকান থেকেচুরি করা টাকা উদ্ধার করা হয়। যদিও সেই কিশোর জেরায় জানিয়েছে ক্ষুধার জন্য এই ধরনের কাজ সে করেছে। তাই এলাকার বাসিন্দারা সহ দোকানদাররা কিশোরকে বোঝানোর চেষ্টা করে যে চুরি করা অপরাধ। এখন পড়াশোনা করার বয়স এবং তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে পেট ভরে মিষ্টি পুরী খাইয়ে ছেড়ে দেয়। ব্যবসায়ীদের এই ধরনের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। দোকানদার গোপাল বাবু জানান, যে বয়সে পড়াশোনা করার কথা সেই বয়সে এই ধরনের কাজ খুবই অন্যায়। তবে ওকে বুঝিয়ে ভবিষ্যতে যাতে আর এধরনের কাজ না করে এবং খাইয়ে ছেড়ে দেওয়া হল। স্থানীয় বাসিন্দা সুরেন্দ্র মন্ডল জানান, কিশোরটি সম্ভবত কোন চক্রের সাথে জড়িত। তবে ওকে বুঝিয়ে খাইয়ে ছেড়ে দেওয়া হয়েছে।