সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ জানুয়ারি’২৪ : টোটোপাড়ার জলের সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষন করবে ষ্ট্যান্ডিং কমিটি।টোটোপাড়ার মানুষদের সমস্যার কথা শুনতে টোটোপাড়ায় পৌছলেন অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের বিধানসভার ষ্ট্যান্ডিং কমিটি।

অনগ্রসর শ্রেণী কল্যান ষ্ট্যান্ডিং কমিটির ১০ জন বিধায়ক টোটো পাড়ায় যান। ধনীরাম টোটো ষ্ট্যান্ডিং কমিটির কাছে টোটো পাড়ার সমস্যার কথা তুলে ধরেন। শুখা মরসুমে জলের সমস্যা চরমে উঠবে বলে মনে করছেন টোটোরা। শুক্রবার টোটোপাড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ষ্ট্যান্ডিং কমিটির সদস্যরা।

এদিন অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের বিধানসভার ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায় জানান টোটো পাড়ার অনেক সমস্যার সমাধান করা হয়েছে। জলের সমস্যার সমাধানের জন্য জন স্বাস্থ্য কারিগরি দপ্তর কাজ করছে। আমরাও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষন করব।