নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১১ জুন ২০২২ : রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়ন অ্যাসোসিয়েশন সমূহের স্টিয়ারিং কমিটির ২২তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। শনিবার সকাল থেকেই শহরের সুভাষ ফাউন্ডেশনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় বলেন, এদিন পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গের দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ গোবিন্দ বাবুর। আমরা চাই রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। প্রয়োজনে মিলিটারি নামানোর কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশের প্রধানমন্ত্রী রাজ্য ও দেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
বাম গণ আন্দোলনের নেতৃত্ব নরেন চট্রোপাধ্যায় বলেন, সরকারি কর্মচারীদের মর্যাদা দিচ্ছে না রাজ্য সরকার। তাদের বদলী করানোর ভয় দেখানো হচ্ছে। বেতন বাড়ানোর কোন সম্ভাবনা নেই এই রাজ্যে। সরকারি কর্মচারীদের ন্যায্য দাবিগুলো সরকার দিক, এই দাবিই আমরা করছি বলে জানান তিনি।