বেতনের একাংশ টাকা ফেরত দিতে হবে রাজ্য সরকারকে, আন্দোলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ অক্টোবর : বেতনের একাংশ টাকা ফেরত দিতে হবে রাজ্য সরকারকে। প্রতিবাদে আন্দোলনে নামল জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেড মিস্ট্রেস। শুক্রবার দুপুরে ডিআই (মাধ্যমিক শিক্ষা) অফিসে বিক্ষোভ দেখিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ডিআইকে স্মারকলিপি তুলে দেওয়া হল সংগঠনের পক্ষ থেকে। প্রধান শিক্ষকদের দাবি, রোপা ২০০৯ অনুযায়ী তারা অনান্য শিক্ষিক শিক্ষিকাদের তুলনায় এক ইনক্রিমেন্ট বেশি পেতেন। যার ফলে অন্যান্য শিক্ষকদের তুলনায় তাদের বেতন কিছুটা বেশি ছিল। কিন্তু বর্তমানে সরকার এবছর মে মাসে একটি নতুন নির্দেশিকা জারি করে বলেছে ১/১/২০১৬ তারিখ থেকে যারা প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের অতিরিক্ত ইনক্রিমেন্টের টাকা রাজ্য সরকারকে ফেরত দিতে হবে। সরকারের এই সিদ্ধান্তে প্রধান শিক্ষকরা মনে করছেন এতে তাঁদের অমর্যাদা হচ্ছে। একই সঙ্গে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। উল্টে শিক্ষকতার পাশাপাশি বাড়তি প্রচুর কাজ করতে হচ্ছে বলে জানান সংগঠনের সম্পাদক তথা অরবিন্দ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষৌণিশ গুহ৷ ময়নাগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক শিবব্রত রায় বলেন, আমাদের দাবিতে আমরা আজ প্রায় দু’ঘণ্টা ধরে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছি। জেলা বিদ্যালয় পরিদর্শকের সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে। তবে আগামী দিনে এই সিদ্ধান্ত বদল না হলে তাদের পুরনো পোস্টেই যাতে ফিরিয়ে দেওয়া হয় তার দাবি জানান তিনি। এদিকে ডিআই বালিকা গোলে বলেন,” প্রধান শিক্ষকদের স্মারকলিপি গ্রহণ করেছি। তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *