সংবাদদাতা, ১৩ নভেম্বর : রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরিকে গ্রেপ্তারের দাবিতে শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদী মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি।

শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের প্রাণকেন্দ্র কদমতলায় এসে শেষ হয়। সেখানে রাজ্য সরকারের মন্ত্রীসভা থেকে অখিল গিরিকে বরখাস্ত করার দাবি তুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হলেন বিজেপি নেতা কর্মীরা।টাউন ব্লক (১) বিজেপি সভাপতি মনোজ কুমার শাহ বলেন,”অবিলম্বে অখিল গিরিকে বরখাস্ত করতে হবে মন্ত্রী সভা থেকে।

কলকাতাতেও মিছিল করে অখিল গিরির কুশপুত্তলিকা পোড়ায় বিজেপি কর্মীরা। অখিল গিরির গ্রেপ্তারি ও মন্ত্রিত্ব থেকে অপসারনের দাবিতে এদিন সোচ্চার গেরুয়া শিবির। বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

অখিল গিরির কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রবিবার বেলায় ভাটপাড়া থানায় বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। বিক্ষোভ শেষে তারা থানায় স্মারকলিপি জমা দেন। এদিনের বিক্ষোভ থেকে কারা প্রতিমন্ত্রীর গ্রেপ্তারের দাবি তুললেন।