রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার জলপাইগুড়ির রিয়াংকার, স্বপ্ন ভাওয়াইয়া গান নিয়েই এগোনোর

জলপাইগুড়ি, ১০ ফেব্রুয়ারি : ৩৬তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় দরিয়া বিভাগে তৃতীয় স্থান অর্জন করে জলপাইগুড়ির রিয়াংকা রায়। তার এই সাফল্যে খুশির হাওয়া বইছে পরিবার থেকে শুরু করে পুরো এলাকায়। জলপাইগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনির বাসিন্দা রিয়াংকা ছোটবেলা থেকেই ভাওয়াইয়া গানের প্রতি আগ্রহী। দীর্ঘ ১০ বছর ধরে ভাওয়াইয়া গানের চর্চা করছে সে এবং এই প্রতিযোগিতায় সফল হয়ে রিয়াংকা জানিয়েছে, ভবিষ্যতে ভাওয়াইয়া গান নিয়েই এগোতে চায়।

রিয়াংকার বাবা একটি চা ফ্যাক্টরির কর্মী এবং মা গৃহবধূ। বাবা-মা দুজনেই চান, মেয়ে যেন গানের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে। রিয়াংকা জানিয়েছে, তার এই সাফল্যের পেছনে মামা, বাবা, মা এবং “উত্তরের দরিয়া” টিমের বিশেষ অবদান রয়েছে। উল্লেখ্য, “উত্তরের দরিয়া” নামে তাদের একটি ভাওয়াইয়া গানের দলও রয়েছে, যেখানে সে নিয়মিত গান চর্চা করে।

উল্লেখ্য, গত ৪ঠা ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল কোচবিহার জেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে। জলপাইগুড়ি ব্লক থেকে প্রথম স্থান অর্জন করেই রিয়াংকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল এবং সেখানে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে তৃতীয় স্থান অধিকার করে।

এই সাফল্যের পর রিয়াংকা আরও বড় মঞ্চে ভাওয়াইয়া গানকে তুলে ধরতে চায়। জলপাইগুড়ির সাংস্কৃতিক মহল থেকেও তার এই সাফল্যকে স্বাগত জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *