নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ এপ্রিল ২০২২ : চুরি হওয়া সাইকেল উদ্ধার করে সাইকেলের মালিকদের তুলে দেওয়া হল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে। অন্যদিকে চুরি হওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করে এদিন মোবাইলের মালিককে তুলে দেওয়া হয়েছে। চুরি হওয়া সাইকেল এবং মোবাইল পেয়ে খুশি সকলে। ধন্যবাদ জানালেন পুলিশকে।

চলতি মাসে শহরের আনাচে কানাচে থেকে কয়েকটি সাইকেল চুরির অভিযোগ উঠেছিল দাবি পুলিশের। চুরির অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। কিছু জায়গার সিসি ক্যামেরায় ধরা পড়েছে চুরির দৃশ্য। এরপর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরির পাঁচটি সাইকেল উদ্ধার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পিসি পার্টি। মঙ্গলবার সাইকেলের মালিকদের থানায় ডেকে উদ্ধার হওয়া সাইকেল তুলে দেওয়া হল। এছাড়াও দুই দিন আগে দুটো মোবাইল চুরির অভিযোগ উঠে। তদন্তে নেমে দুটো মোবাইল উদ্ধার করে আজ তুলে দেওয়া হল মোবাইলের মালিককে।

এ নিয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, “চুরি হওয়া সাইকেল ও মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হল মালিকদের।”
জলপাইগুড়ি শহরের বাসিন্দা জয়দীপ দাস বলেন, “বাড়ি থেকে স্ত্রীর ব্যাগ সহ মোবাইল ফোন চুরি হয়।এরপর বিষয়টি জানিয়ে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়। ঐদিন রাতেই ফোনটি উদ্ধার হয়েছে বলে থানা থেকে তাদের ফোনে জানানো হয়” বলে তিনি জানান। পুলিশের এই তৎপরতায় খুশী তিনি, পাশাপাশি পুলিশের উপর ভরসা বেড়ে গেছে বলেও জানান জয়দীপ বাবু।