বিশ্বজিৎ নাথ : মায়ের সঙ্গে ঝগড়া করে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্নঘাতী এক স্কুল ছাত্রী। সোমবার সকালে মার্মান্তিক ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার এস এন ব্যানার্জি রোড এলাকায়। মৃতার নাম পারস্মিতা মজুমদার (১৪)। সল্টলেকের কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল পারস্মিতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই ছাত্রীর বাবা কাজে বেরিয়ে গিয়েছিলেন। দাদাও কলেজে চলে যান। মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায়। ছাদ থেকে ঝাঁপ দিয়ে সে নিচে পড়ে যায়। পথ চলতি মানুষজন মেয়েটিকে রাস্তায় লুটিয়ে পড়ে থাকতে দেখেন। শুরু হয় চিৎকার-চেঁচামেচি। ঘর থেকে বেরিয়ে আসেন ছাত্রীর মা-ও। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় নিউ ব্যারাকপুর থানার পুলিশ। মেয়েটিকে উদ্ধার করে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া স্থানীয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, রাতে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল। মায়ের বকা খেয়ে চুপ করে নিজের ঘরে শুতে চলে গিয়েছিল সে। সম্ভবত সেই অভিমানেই পর দিন সকালে ফ্ল্যাটের ছাদ থেকে তাঁর এই মরণ ঝাঁপ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
