জলপাইগুড়িতে শুরু হল তৃতীয় বার্ষিক রাজ্য স্তরীয় খেল-কুদ সমারোহ

জলপাইগুড়ি : গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার পর আজ থেকে শুরু হল তৃতীয় বার্ষিক রাজ্য স্তরীয় খেল-কুদ সমারোহ। জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে (SAI) আয়োজিত এই খেলাধুলার আসর চলবে আগামীকাল পর্যন্ত।

‘অভ্যুদয় ইয়ুথ ক্লাব’-এর উদ্যোগে এবং একল অভিযান-এর পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে রাজ্যের ১৫টি জেলার প্রত্যন্ত গ্রামের অনূর্ধ্ব ১৬ বছরের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী। প্রতিযোগিতায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আদিবাসী এবং পিছিয়ে পড়া জনজাতির অংশগ্রহণে।

মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। এর মধ্যে রয়েছে : ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪০০ মিটার দৌড়, লংজাম্প, হাইজাম্প, কবাডি, কুস্তি ও যোগাসন।

এই আয়োজন সম্পর্কে উদ্যোক্তাদের প্রতিনিধি পার্থ বিশ্বাস বলেন, “তৃতীয় বার্ষিক রাজ্যস্তরীয় এই খেল-কুদের আসর শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এটি ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস এবং সামাজিক সংহতি বৃদ্ধি করার একটি প্রয়াস।”

এই খেলার মাধ্যমে শুধু শারীরিক কসরত নয়, তরুণদের মধ্যে দলগত চেতনা এবং প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এই আয়োজন। আগামীকাল বিজয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে সমারোহ শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *