সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ অক্টোবর’২৩ : এবার চোর পুলিশের ঘরেই চুরি করল? বিভিন্ন সময় চুরির অভিযোগ উঠে আসছিল শহর জলপাইগুড়িতে। এবার জলপাইগুড়ি আদরপাড়া এলাকায় পুলিশের বাড়িতে চুরি হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে কোতোয়ালী থানার পুলিশ।

জানা গেছে, উজ্জ্বল বক্সী যিনি পুলিশে চাকরি করেন, কর্মসূত্রে বাইরে থাকেন। বুধবার রাতে উজ্জ্বল বাবুর বাড়ির উপর তলায় কেউ ছিল না। নিচ তলায় ছিল উজ্জ্বল বাবুর স্ত্রী ও পরিবারের বাকি সদস্যরা। সেই সুযোগে উপর তলার রান্না ঘরের জানালা খুলে বাড়ির যাবতীয় জিনিস পত্র উলটপালট করে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায় চোর। উজ্জ্বল বাবুর স্ত্রী স্ত্রী তনুশ্রী বক্সী জানান, তারা গভীর রাত পর্যন্ত জেগে থাকেন। চুরি সম্ভবত তার পরেই হয়েছে। চোর দামি কাপড়চোপড় এবং কাঁসা পিতলের সমস্ত বাসনপত্র নিয়ে গেছে।

পুজোর আগে পুলিশ কর্মীর বাড়িতে এভাবে চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দারা বলছেন, পুলিশ কর্মীর বাড়িতে চুরি। তাহলে আমরা সাধারণ মানুষরা কিভাবে নিজেদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকবো।