সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ ডিসেম্বর’২৩ : স্কুলের পোশাকের রং পরিবর্তন নিয়ে এবার প্রতিবাদে উত্তাল হল ১৪৭ বছরের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জিলা স্কুল। স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্ররা ক্লাসরুম থেকে বেরিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়।

গেটের সামনে পুড়িয়ে দেওয়া হয় নতুন নীল সাদা পোশাক। শুক্রবার দুপুরে স্কুলের পোশাকের রং বদলের প্রতিবাদ করে বিক্ষোভ দেখান অভিভাবকরাও। পোশাকের রং পরিবর্তন করে জলপাইগুড়ি শহরের ১৪৭ বছরের প্রাচীন সরকারি এই স্কুলের ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।

ছাত্রদের অভিযোগ, সরকারি নির্দেশিকা মেনে যে পোশাক বিতরণ করা হচ্ছে তা কখনোই নেবে না তারা। স্কুলের চিরাচরিত ও ঐতিহ্যবাহী পোশাক পড়েই তারা স্কুলে আসবে বলে সাফ জানিয়ে দেয়। এ নিয়ে এদিন দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখায় কয়েকশো ছাত্র।

আন্দোলনকারী ছাত্রদের বক্তব্য, আমাদের এই বিদ্যালয়ের ঐতিহ্যবাহী পোশাকের রং পরিবর্তন আমরা কখনোই মেনে নেবো না। এই নিয়ে স্লোগান তুলে বিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয় তারা। এই আন্দোলনে সামিল হয়েছিল এসএফআই ছাত্র বামপন্থী সংগঠনের সদস্যরাও।