সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ এপ্রিল’২৪ : জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে রাস্তায় নামলো তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার শহরের সমাজপাড়া মোড় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে। মিছিল থেকে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানালেন তৃণমূল ছাত্র নেতারা। এ দিনের প্রচার মিছিলের প্রথম সারিতে ছিলেন প্রার্থীর পাশাপাশি তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, জলপাইগুড়ি বিধায়ক প্রদীপ কুমার বর্মা, পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অনেকে। এ দিনের মিছিল থেকে বিজেপিকে আক্রমণ করলেন ছাত্র নেতারা। সাংসদ নিখোঁজ এই আওয়াজ উঠলো। তৃণাঙ্কুর বলেন,”প্রার্থীর সমর্থনে যেভাবে ছাত্র যুবরা পথে নেমেছেন এটা খুবই আনন্দের বিষয়। তৃণমূল প্রার্থী যেভাবে বিধানসভা ভোটের পর জয়ী হয়ে এক্টিভ হয়েছেন আমরা নিশ্চিত জলপাইগুড়িতে তৃণমূল কয়েক লক্ষ ভোটে জয়ী হবে। এখনকার প্রার্থী নিখোঁজ।”
