কলকাতা : জেলায় জেলায় জঙ্গি সাথী প্রকল্প চালু করেছে তৃণমূল সরকার। শনিবার খড়দা বিধানসভা কেন্দ্রের অপূর্ব নগরে বিজেপির আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার অভিযোগ করেন, “তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তৃণমূলের নেতারা এর সঙ্গে জড়িত, যা প্রমাণিত হয়েছে। এখন দেখার বিষয়, তৃণমূলের মধ্যে কে জঙ্গিশ্রী উপাধি পায়।”
সম্প্রতি প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে একদিনে দু’বার তলব করেছে প্রশাসন। এ বিষয়ে মজুমদার বলেন, “অর্জুন সিং একজন শক্তিশালী নেতা। তাঁকে হেনস্থা করতে তৃণমূল এই ধরনের চক্রান্ত করছে। পুলিশ যদি এই তৎপরতা জঙ্গিদের ধরার ক্ষেত্রে দেখাতো, তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তৈরি হতো না।”
তিনি আরও দাবি করেন, “অর্জুন সিংকে ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু তিনি দৃঢ়ভাবে বিজেপিতেই থেকে লড়াই করবেন।”
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি অরিজিৎ বক্সী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।