বিশ্বজিৎ নাথ, ৭ আগস্ট: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে বুধবার বিকেলে নৈহাটির জুটমিল গেটে আয়োজিত বিজেপির প্রতিবাদ সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
জুটমিল এলাকার শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, “পিএফ নেই, গ্র্যাচুইটি নেই, ইএসআই সুবিধা নেই। এমনকি টিফিন টাইমটাও কেড়ে নেওয়া হচ্ছে। নেই ভালো ক্যান্টিন, নেই শৌচালয়। আর তৃণমূলপন্থী শ্রমিক নেতারা শুধু ঠিকাদারি নিয়ে নিজেদের মধ্যেই লড়াই করে বেড়াচ্ছেন।”
সরাসরি কটাক্ষ ছুঁড়ে অর্জুন বলেন, “কথায় আছে, জাহাজ যখন ডুবতে থাকে, ইঁদুর আগে লাফ দেয়। তৃণমূলের জাহাজ এবার ডুবতে চলেছে। আর সেই ইঁদুরেরা এখন প্রাচীরের ওপর বসে আছে—দেখছে কোথায় লাফ দেবে।”
তবে হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট বলেন, “এই প্রাচীরের ওপরে বসা ইঁদুরদের বিজেপিতে কোনও জায়গা হবে না।”
অর্জুন বলেন, “শুভেন্দুর ওপর হামলা মানে বিজেপির ওপর আঘাত। আমরা পাল্টা দাওয়াই দিতেও জানি। প্রয়োজনে চুপ করে বসে থাকবো না।”

এই সভায় অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন—
রবি শঙ্কর সিং, সুরজ কুমার সিং, ধীরাজ ঝাঁ, বন্ধু গোপাল সাহা, সন্তোষ রায়, বিনোদ গোন্ড প্রমুখ।
রাজনীতির উত্তাপ ছুঁয়ে গেল জুটমিলের শ্রমিকদের দৈনন্দিন জীবনযাত্রাকেও—আর সেই মঞ্চ থেকেই উঠে এলো তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বিজেপির আগাম বার্তা।