সংবাদদাতা, জলপাইগুড়ি : গ্রাম পঞ্চায়েতের বিজেপি মহিলা প্রার্থীকে মনোনয়ন তুলে নেওয়ার চাপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, শাসক দলকে কালিমালিপ্ত করতে বিজেপি মিথ্যে অভিযোগ তুলছে। ঘটনাটি জলপাইগুড়ি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের রংধামালি এলাকায় ১৮/১৮৪ নম্বর বুথের। বিজেপি প্রার্থীর স্বামী বিপ্লব সন্যাসী রবিবার কোতোয়ালি থানায় শাসক দলের দুই কর্মীর নামে অভিযোগ জানালেন।

গত ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী হয়ে মনোনয়ন জমা করেছিলেন বিপ্লব। অভিযোগ, সেই সময়ও হুমকি দেওয়া হয়েছিল তাঁকে। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী হয়েছেন বিপ্লবের স্ত্রী মিনতী সন্যাসী।

এ দিন থানায় অভিযোগ করে বিপ্লব জানান, আমার স্ত্রী প্রার্থী হওয়ার পর থেকে আমাকে ও পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে শাসক দলের তরফে। আমার খাতা কলমের দোকান আছে রংধামালিতে, সেই দোকানও ভাঙচুর করা হয়। এই কাজ শাসক দলের তরফে করা হয় বলে জানান তিনি।

এদিকে বিজেপি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, আমাদের প্রার্থীদের শাসক দল হুমকি দিচ্ছে। পুলিশকে জানানো হয়েছে।

অন্যদিকে তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন,” যে দুজনের নামে অভিযোগ করা হচ্ছে দুজনই ভালো ছেলে। এলাকার সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।