বন বিভাগের মাটি সংরক্ষণ শাখায় কর্মরত মজদুরদের সমস্যা সমাধানের দাবিতে সোচ্চার হলো তৃণমূল শ্রমিক সংগঠন

সংবাদদাতা, জলপাইগুড়ি : বৃহস্পতিবার জলপাইগুড়িতে অবস্থিত বন দপ্তরের মাটি সংরক্ষণ শাখার বিভাগীয় বনাধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে এই ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের বকেয়া সাত মাসের মজুরি প্রদান সহ পদন্নতির দাবী জানালো আইএনটিটিইউসির অসংগঠিত শ্রমিক সংগঠন।

এই প্রসঙ্গে সংগঠনের জেলা নেতৃত্ব স্বপন সরকার জানান, এই শ্রমিকেরাই জঙ্গলের বিভিন্ন রেঞ্জ গুলোতে গাছের চারা তৈরী থেকে জঙ্গলের মধ্যে নানান কাজে নিযুক্ত, ওদের ন্যায্য পাওনা এবং লেবার থেকে সিডিএল করার দাবিতে আজকের এই ডেপুটেশন।

স্বপন সরকারের বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *