সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ জানুয়ারি’২৪ : রাজ্য সরকারের পানীয় জলের জল স্বপ্ন প্রকল্পের নির্মীয়মান পাম্প হাউজের গেটে তালা ঝুলিয়ে কাজ বন্ধ করে দেবার অভিযোগ উঠলো স্থানীয় তৃনমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনা জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রামপঞ্চায়েতের অমরখানা জোড়া মিল এলাকায়। এদিকে সরকারি নির্মানের কাজ খোদ শাসক দলের কর্মীরা এই ভাবে বন্ধ করে দেবার ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও স্থানীয় স্তরে তৃনমুল কর্মীদের এই বিষয় নিয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে জেলা তৃনমূল সভাপতি মহুয়া গোপ পরিস্কার জানিয়েছেন সরকারি কোন কাজ বন্ধ করে দেওয়া দল বরদাস্ত করবে না। যারা তালা ঝুলিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে নগর বেরুবাড়ি পঞ্চায়েতের অমর খানা জোড়া মিল এলাকা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে ১৭/২২৪ নম্বর বুথ এলাকায় জল স্বপ্ন প্রকল্পের কাজের পাম্প হাউজ তৈরি কাজ চলছিলো। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এই পাম্প হাইজের কাজ শেষ হয়েছে। পাশে আয়রন ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে। ওই কাজ শেষ হলেই পাম্প হাউজ চালু হয়ে যাবার কথা। এই পাম্প হাউজ থেকে ওই বুথের ৪০০ টি বেশী পরিবারের প্রায় সাড়ে তিন হাজার মানুষ পানীয় জলের সুবিধা দেবার জন্য সরকার থেকে ইতিমধ্যে বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কাজ চলা কালিন গত বুধবার স্থানিয় তৃনমূল নেতাদের নেতৃত্বে কিছু কর্মী এসে নিম্ন মানের বালি ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ তুলে গেটে তালা ঝুলিয়ে কাজ বন্ধ করে দেয়। এদিন স্থানীয় বাসিন্দা মনোজিৎ শীল বলেন যারা তালা মেরেছে তারা তৃনমূল দলের লোক। তাদের বক্তব্য নির্মান সামগ্রীতে সমস্যা আছে। তাই কাজের বরাত পাওয়া ঠিকাদারকে ব্যক্তিগত ভাবে তাদের সাথে দেখা করতে হবে। এই সমস্যার সমাধানের জন্য পঞ্চায়েত প্রধান গতকাল ওই জায়গায় এসে ছিলো। তিনি স্থানীয় তৃনমূল পঞ্চায়েত সদাস্যের কেও ঘটনা স্থলে আসতে বলেন। কিন্তু তিনি আসেনি। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ রায় জানান বিষয়টি স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান প্রমিলা রায় বর্মন জানান হয়েছিল। তিনি এসে সমস্যার সমাধানের জন্য ঠিকাদারের সাথে কথাও বলতে চেয়েছেন। কিন্তু তার পরেও তালা খোলা হয়নি আজও।