বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৩ জানুয়ারি’২৪ : লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির নির্মাণ সরকারের তরফে একটি মাস্টার স্ট্রোক বলে করে আসছে বিরোধীরা । বুধবার দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে এসে তা নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেন ‘এটা এক দিনের আন্দোলন নয়, ৫০০ বছরের আন্দোলন। অটল বিহারী বাজপেয়ি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই মানুষগুলোই প্রশ্ন করতেন রাম মন্দির কবে নির্মাণ হবে।

এখন রাম মন্দির নির্মাণ হচ্ছে তারিখও বলা হয়ে গেছে, এখন তাদের পেটে ব্যথা শুরু হয়ে গেছে।’ তৃণমূলের ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন ‘এখনো ২০২৪ বাকি আছে, আসতে দিন, এখনো অনেক কিছু বাকি আছে।’ সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে যে বৈঠক হয়েছে সেখানে প্রকল্পে বকেয়া টাকা প্রদানের বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন ‘আমাদের মন্ত্রণালয় থেকে দুইজন আধিকারিককে নিয়োগ দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি যত তাড়াতাড়ি তাদের তরফ থেকে আধিকারিকদের নিয়োগ করবে, এরপর তদন্ত শুরু হবে এবং সত্য ঘটনা সামনে আসবে। কেননা রাজ্য সরকারের অর্থ আটকানো আমাদের উদ্দেশ্য নয়। যেখানে যা প্রয়োজন কেন্দ্রীয় সরকার তাতে সব রকম সহযোগিতা করবে।’