বিকাশ সরকার, হলদিবাড়ি, ১ সেপ্টেম্বর’২৩ : ছেলেধরা সন্দেহে এক বাংলাদেশি যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ বড় হলদিবাড়ির খালপাড়া এলাকায়। এদিন উদ্দেশ্যহীনভাবে ওই এলাকায় এক যুবককে ঘুরতে দেখে ছেলেধরা ভেবে আটক করে গ্রামবাসীরা। তারপর তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধার হয় বাংলাদেশি টাকা কিছু ওষুধ সহ একটি স্টিলের বাঁশি।
এরপর খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায়। খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ গিয়ে যুবকটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হলদিবাড়ি গ্রামীনে হাসপাতালে নিয়ে আসে। হলদিবাড়ি হাসপাতাল সূত্রে জানা যায় ওই যুবকের নাম এমডি মুস্তাকিন। যার বয়স ২৩ বছর। তার বাড়ি বাংলাদেশের চাপাই জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত তেরোরসিয়া গ্রামে। তবে ওই যুবক সীমান্তে কাঁটাতারের বেড়া টপকে কি করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করল তা নিয়ে তদন্তে পুলিশ।