উদ্বোধন হল জলপাইগুড়ি জেলা পরিষদের ওয়েবসাইট

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ মে ২০২২ : উদ্বোধন হল জলপাইগুড়ি জেলা পরিষদের ওয়েবসাইট। মঙ্গলবার এক আনন্দমুখর অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হল জেলা পরিষদের নিজস্ব ওয়েব সাইটের।

১৯৭৮ সালে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রূপায়ণের জন্য পথ চলা শুরু করে জলপাইগুড়ি জেলা পরিষদ। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন বিভাগ ধাপে ধাপে উন্নত হয়েছে জেলার এই বিধানসভার। বর্তমান সময় হল ডিজিটাল ইন্ডিয়ার যুগ।

তার সাথে নিজেদের সংযুক্ত করার লক্ষে আরো একটি ধাপ এগিয়ে গেল জলপাইগুড়ি জেলা, এবার পরিষদ চালু হল নিজস্ব ওয়েব সাইট।

ওয়েবসাইটের উদ্বোধন প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন জানান, এখন থেকে জেলা পরিষদের সমস্ত উন্নয়নের ছবি এবং তথ্য এই ওয়েব সাইটের মাধ্যমে জেলাবাসী জানতে পারবে।

অপরদিকে ওয়েব সাইট উদ্বোধন প্রসঙ্গে জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, এই ওয়েব সাইটে আমাদের বিভিন্ন বিভাগের যারা ব্র্যান্ড আম্বাসডর রয়েছেন তাদের সম্পর্কে যেমন জানতে পারবে জনগণ। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা জুড়ে যে কর্মযজ্ঞ চলছে জেলা পরিষদের সেটা সম্পর্কেও খুব সহজে তথ্য সংগ্রহ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *