সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ আগস্ট’২৩ : দেশের জন্য প্রাণ দিয়েছেন স্বামী, এবার নিজেও সমাজের জন্য কাজ করতে চান, সোজাসাপ্টা জবাব ধুপগুড়ি বিধানসভা উপ নির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়ের। উল্লেখ্য, তাপসী দেবীর স্বামী সিআরপিএফ্ জওয়ান জগন্নাথ রায়।

২০২১ সালে কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গী আক্রমণে নিহত হন জগন্নাথ রায়। বুধবার জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মী এবং নেতৃত্বের সঙ্গে আসন্ন উপ নির্বাচন নিয়ে আলোচনার মাঝে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তাপসী দেবী বলেন, আমার স্বামী যেভাবে দেশের সুরক্ষার জন্য জঙ্গিদের হাতে শহীদ হয়ে তার কর্তব্য পালন করে গিয়েছেন। এখন আমিও চাই ভোটে জয়ী হয়ে গ্রামের হাসপাতাল সহ গ্রামের উন্নয়ন করে সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে।