ছোট ছোট বাচ্চাদের রেখেই ভোট নিতে চললেন মহিলা ভোট কর্মীরা; কি বলছেন তারা।

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ এপ্রিল’২৪ : রাত পোহালেই লোকসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসের DCRC থেকে
চলছে ভোটের সামগ্রী ডিস্ট্রিবিউশনের কাজ।

এদিন ভোট কর্মীদের ভোট কেন্দ্রে যাওয়ার আগে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দিতে দেখা গেল কর্মীদের। এদিন পুরুষ কর্মীদের পাশাপাশি ভোট কেন্দ্রে ডিউটিতে যেতে দেখা গেল মহিলা ভোট কর্মীদেরও।

এক ভোট কর্মী সুপর্ণা দত্ত বলেন, প্রচুর প্রব্লেমের মধ্যে দিয়ে এসেছি। কারন আমার ছোট বাচ্চা আছে। আমার এবং স্বামীর দুজনেরই ভোটের ডিউটি পড়েছে। বাচ্চাকে মাসির কাছে রেখেই যাচ্ছি ভোটের ডিউটিতে।

The women poll workers left small children to vote;  what are they saying

তিনি বলেন, প্রচুর ছেলেরা যারা রিজার্ভে আছে, অথচ ডিউটি তাদের দেওয়া হচ্ছে না কিন্তু আমাদের মহিলাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের দেওয়া হচ্ছে। তার অভিযোগ, অনেকে কোন সমস্যা না থাকা সত্ত্বেও স্পেশাল ভাবে ডিউটি কাটিয়ে নিচ্ছে। এগুলো কিন্তু দেখা হচ্ছে না ঠিকঠাক। বিষয়গুলি দেখা দরকার।

অন‍্যদিকে আরেক মহিলা ভোট কর্মী নমিতা বর্মন বলেন, এবারই প্রথম ভোটের ডিউটি পড়েছে। বাড়িতে তিন বছরের বাচ্চা রয়েছে। তাকে রেখেই ডিউটিতে যেতে হচ্ছে, এরজন্য কিছুটা মন খারাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *