রবীন্দ্র ভবনের সামনে অসমাপ্ত করলা সেতুর কাজ আপাতত হচ্ছে না- ঘোষণা এসজেডিএ’র চেয়ারম্যানের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১১ অক্টোবর’২৩ :
এই মুহূর্তে চালু হচ্ছে না রবীন্দ্র ভবনের সামনে করলা নদীর ওপর তৈরি অসমাপ্ত সেতু। যা তৈরি হয়েছিল বিগত বাম আমলে। এর আগেও এসজেডিএ চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন এই সেতুটি চালু করার উদ্যোগ নিয়েছিলেন। এলাকাবাসীদের সাথে কথাও বলেছিলেন। কিন্তু জট কাটিয়ে সেতু চালু করতে সমর্থ হন নি।

এসজেডিএ’র নতুন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী হওয়ার পর তিনি উদ্যোগী হয়ে এই সেতুর কাজ শেষ করার উদ্যোগ নিয়েছিলেন। কয়েকদিন আগে তিনি ঘোষণাও করেছিলেন পুজোর আগেই এই সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হবে। কিন্তু তিনি সেই কথা রাখতে পারলেন না। এদিন তিনি জানান, কিছু কারণের আপাতত রবীন্দ্র ভবনের সামনে করলা নদীর ওপর তৈরি অসমাপ্ত সেতুর কাজ শেষ হচ্ছে না। পূজোর পরই সেতুর কাজ শুরু করে সেতু জনগণের জন্য খুলে দেওয়া হবে।

The work of unfinished Karla bridge in front of Rabindra Bhavan is not going on for now - SJDA chairman announced

এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ৩ কোটি ৭৮ লক্ষ টাকার ডিপিআর করে সরকারের কাছে পাঠানো হয়ে গেছে। কিছু সমস্যা রয়েছে পুজোর পরেই এই অসমাপ্ত সেতুর কাজ শেষ করা হবে।স্থানীয় বাসিন্দারা জানান, রবীন্দ্র ভবনের সামনে করলা নদীর ওপর তৈরি সেতু চালু হলে শহরবাসীর খুবই উপকার হবে। সদর হাসপাতালে যেতে সুবিধা হবে। দিনবাজারের সেতুর উপর চাপ কমবে। তারা চান দ্রুত এই সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *