জলপাইগুড়ি জেলা পরিষদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কনিষ্ঠতম পদপ্রার্থী প্রণয়িতা

সংবাদদাতা, জলপাইগুড়ি : এবারের পঞ্চায়েত ভোটে জলপাইগুড়ি বারোপাটিয়া অঞ্চল থেকে নিজে প্রার্থী হননি তৃণমূল নেতা কৃষ্ণ দাস ! কিন্তু এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বাবার হাত ধরে রাজনীতির ময়দানে হাতে খড়ি মেয়ে প্রণয়িতা দাসের। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি জেলা পরিষদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কনিষ্ঠতম পদপ্রার্থী হিসেবে এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমুল নেতা কৃষ্ণ দাসের মেয়ে প্রণয়িতা দাস। উল্লেখ্য কিছুদিন আগে তাঁর বাবার উপর আক্রমনের ঘটনায় পর তিনি প্রতিবাদ জানাতে প্রকাশ্যে এলাকায় মিছিল সংঘটিত করেন এবং সাংবাদিক বৈঠকও করেছিলেন।

তখন থেকেই সবার নজরে আসেন প্রণয়িতা দাস। সবে মাত্র ইংরেজিতে MA কমপ্লিট করেছেন। বয়স মাত্র ২২ বছর তাঁর। বুধবার বাবাকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের করণে আসেন এবং তৃণমুল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

প্রণয়িতা বলেন, জনগণের স্বার্থে সাধারণ মানুষের হয়ে কাজ করতে চাই। তাই এবার বাবার হাত ধরে রাজনীতির অঙ্গনে আসা। আশাকরি বিপুল ভোটে জয়ী হব এবং মানুষের জন্য উন্নয়নমূলক কাজগুলি করব।

এ বিষয়ে তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন, আমরা সবাই তৃনমূল দলের সৈনিক। দল এবারে একদিকে যেমন নতুন প্রজন্মকে প্রার্থী করেছে তার সঙ্গে দলের একনিষ্ঠ কর্মী এবং নেতৃত্বকে ও দলের হয়ে টিকিট দিয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *