চিকিৎসক, পুলিশ, আইনজীবীর পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ যুবকের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ সেপ্টেম্বর : প্রতারনা করে বিভিন্ন মানুষের থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো। অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ি শহরের গোমস্তা পাড়ার বাসিন্দা বৈনব ঘোষকে গ্রেপ্তার করেছে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ। অভিযোগ, বৈনব ঘোষ কখনো চিকিৎসক কখনো পুলিশ এমনকি আইনজীবীর পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে প্রতারিত করে টাকা আত্মসাৎ করেছেন। যদিও অভিযুক্ত বৈনব ঘোষ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

The youth embezzled lakhs of rupees by deceiving several people with different identities

এই ঘটনা প্রথম সামনে আসে গতকাল জলপাইগুড়ি শহরের এক স্কুল শিক্ষিকার তার আইনজীবী মারফৎ কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে।

শুধু তাই নয় গত রাতেই শিলিগুড়ির বাসিন্দা ব্যবসায়ী পুস্কর দাশগুপ্ত জলপাইগুড়ি এসে আরো একটি অভিযোগ দায়ের করে বৈনব ঘোষের বিরুদ্ধে।

অভিযোগ পাওয়ার পরেই ওই রাতেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। এদিন বৃহস্পতিবার জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতের জামিনের আবেদন খারিজ করে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে টেলিফোনে জানিয়েছেন আদালতের সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *