শিলিগুড়ি : শিক্ষার মন্দিরেও থাবা চোরের! শিলিগুড়ি হাকিমপাড়ার এক স্কুলে রাতের অন্ধকারে চুরি গেল একাধিক ইলেকট্রিক সরঞ্জাম। বৃহস্পতিবার সকালে স্কুল খুলতেই প্রথমে এক কর্মী লক্ষ্য করেন—তার এবং কেসিং পাইপগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেঝেতে।
তৎক্ষণাৎ বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। প্রধান শিক্ষিকা কৃষ্ণা দাস ও অন্যান্য শিক্ষকরা এসে পরিস্থিতি খতিয়ে দেখে থানায় অভিযোগ জানান।
প্রধান শিক্ষিকা জানান, “স্কুল খুলেই যখন এমন ছিন্নভিন্ন অবস্থা দেখি, আমরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ি। প্রায় ১০ হাজার টাকার সরঞ্জাম গায়েব। সঙ্গে সঙ্গে থানায় জানাই। এখন পুলিশ তদন্তে নেমেছে।”
একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিশানা করায় ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষিকারা। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় বিস্মিত ও মর্মাহত। এলাকাবাসীর দাবি, স্কুলের নিরাপত্তা আরও জোরদার হোক এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।