সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩১ অক্টোবর : জলপাইগুড়ি শহরের মোহন্ত পাড়া কালীবাড়ির পিছনে কুন্দন কামী বসত বাড়ির নিচ তলায় ভাড়া থাকে আইন কলেজের পড়ুয়ারা। বাড়ির ওপর তলায় থাকেন বাড়ির মালিক। পূজার ছুটিতে বাড়িতে গিয়েছিলেন পড়ুয়ারা। পুজো কাটিয়ে সোমবার সকালে তারা বাড়ি থেকে জলপাইগুড়ি আসেন। ভাড়া বাড়ির তালা খুলে ভেতরে ঢুকে ভেতরের দৃশ্য দেখে হতবাক তারা! ভেতরে এসব কি? ঘরের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তাদের জিনিস পত্র। বিছানার উপর পড়ে আছে জানালার গ্রীলটা। জানালার পাল্লাটা ভেজানো। ঘরে থাকা সব সুটকেশগুলো খোলা। জামা কাপড় সব মেঝেতে ছড়ানো। দেখে মনে হয় কেউ বা কারা রাতের অন্ধকারে জানালা খুলে গ্রিল ভেঙে ভেতরে ঢুকে সব তছনছ করে দেখেছে। ঘরে মূল্যবান কিছু না থাকায় বেঁচে যায় পড়ুয়ারা। ১৮ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর উত্তম বোস খবর পেয়ে ঘটনা স্থলে আসেন। এরপর খবর পেয়ে পুলিশ আসে এবং ঘটনার তদন্ত শুরু করে।
জলপাইগুড়ি শহরে চুরির ঘটনা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। আজ ভোর রাতে শহরের ১২ নং ওয়ার্ডে এক ছট ব্রতীর বাড়িতেও জানালা ভেঙে গ্রিল খুলে সোনা সহ নগদ টাকা চুরি হয়। ওই খবর ইতিপূর্বেই আমরা সম্প্রচার করেছি। বারবার চুরির ঘটনা শহরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। শহরবাসীর দাবী, শহরে পুলিশি তহলদারী আরো বাড়ানো দরকার। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। অন্যথায় এ ধরণের চুরির ঘটনা হতেই থাকবে শহরে।