জলপাইগুড়ি পুলিশের সরকারি আবাসনে চুরির ঘটনা। চাঞ্চল্য এলাকায়।

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ সেপ্টেম্বর : জলপাইগুড়ির রেসকোর্স পাড়া যেখানে একদিকে রয়েছে অতিরিক্ত জেলা শাসকের সরকারি বাংলো, এছাড়াও সরকারি আবাসন থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতির আবাসন।

Theft incident at Jalpaiguri police official residence

এমন এলাকায় অবস্থিত সরকারি পুলিশ আবাসনে মঙ্গলবার রাতে পুলিশ কর্মী দীপঙ্কর রায়ের ঘরে চুরির ঘটনা ঘটেছে বলেই আবাসনের বাসিন্দাদের অনুমান। বুধবার সন্ধ্যায় বিষয়টি প্রকাশ্যে আসে, কারণ যে পুলিশ কর্মীর ঘরে চুরি হয়েছে তারা কেউ আবাসনে ছিলেন না বলে জানা গেছে। তারা বিশেষ কাজে অন্যত্র গিয়েছিলেন। চোরেরা ঘর ফাঁকা পেয়ে তালা ভেঙে চুরি করে।

দীপঙ্কর রায়ের স্ত্রী বিউটি রায় জানান, বেশ কিছু সোনা ও রূপার গহনা মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়েছে। আবাসনে নাইট গার্ড, আশেপাশের অন্যান্য বাসিন্দারা থাকা স্বত্বেও কিভাবে চুরি হল তা বুঝে উঠতে পারছেন না বলে জানান বিউটি দেবী।

বুধবার সন্ধের পর আবাসনের বাকি বাসিন্দারা এমন চুরির ঘটনা জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *