শিলিগুড়ি: শহরের ৩১ নম্বর ওয়ার্ডের নৌকাঘাট কালী মন্দির সংলগ্ন এলাকায় ভরদুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা আত্মীয়কে নিয়ে সায়েন্স সিটি ঘুরতে গেলে ফাঁকা বাড়িতে ঘটে চুরির ঘটনা।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির সদস্যরা বাইরে গেলে সেই সুযোগে দুষ্কৃতীরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সন্ধ্যায় বাড়ির কর্তা ফিরে এসে প্রথমে দেখেন, বাড়ির প্রধান ফটকে তালা আগের মতোই রয়েছে। তবে ভিতরে ঢুকে তিনি হতবাক হয়ে যান। ঘরের দরজা ভাঙা, আলমারি তছনছ অবস্থায় পড়ে রয়েছে। খতিয়ে দেখে বোঝা যায়, বেশ কিছু সোনার গয়না এবং নগদ অর্থ উধাও।

ঘটনার পরপরই খবর দেওয়া হয় এনজেপি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে চুরি ঘটল, কারা জড়িত থাকতে পারে, তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শিলিগুড়ি শহরে দিনের আলোয় এভাবে চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করার আশ্বাস দিয়েছে।