হাসপাতালে ভর্তি থাকা এক রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়িতে

সংবাদদাতা, জলপাইগুড়ি : হাসপাতালে ভর্তি থাকা এক রোগী হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেছেন বলে দাবি রোগীর বাড়ির লোকেদের। জলপাইগুড়ি জেলার বানারহাটের নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিক বীরবল গোর’কে গত ১৭ মার্চ দুপুরে জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজের অধীনে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

১৮ মার্চ সকাল থেকে বীরবল গোর নিখোঁজ হয়ে যান বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিখোঁজ ডায়েরি করা হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় । এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি ওই রোগীর। তবে এধরনের ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনা প্রসঙ্গে হাসপাতালের দায়িত্বে থাকা এমএসভিপি ডাক্তার কল্যাণ খা টেলিফোনে জানিয়েছেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে পুলিশকে জানানোর পাশাপাশি বিষয়টি খোঁজ খবর করে দেখা হবে।

এদিকে রবিবার রাতে নিখোঁজ রোগীর বাড়ির লোকেরা সুদূর বানারহাট থেকে জলপাইগুড়ি শহর শহরতলির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন নিখোঁজের সন্ধানে। যদিও এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। পরিবারের লোকেরা নিখোঁজ ডায়েরিও করেছেন কোতোয়ালি থানায়। সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায় নি বলে নিখোঁজ ব্যক্তির পরিবার সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *