রাহুল মন্ডল, মালদা, ৩ সেপ্টেম্বর’২৩ : ফাঁকা বাড়ির সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার মানিকচক থানার মথুরাপুর এলাকায়। বাড়িতে থাকা সোনার অলংকার সহ টাকা নিয়ে পালিয়েছে চোরেরা এমনটাই জানা যাচ্ছে। বাড়ি ফিরে এসে মাথায় হাত গৃহকর্তার।ঘটনা জানাজানি হতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রবিবার। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি তদন্তে পৌঁছায় মানিকচক থানার পুলিশ।

তবে এলাকা জুড়ে বারংবার চুরির মত ঘটনা সামনে আশায় পুলিশি নজরদারির দাবিও রয়েছে স্থানীয়দের। জানা গেছে, মথুরাপুর সিনেমা হল এলাকায় উদয় মন্ডলের বাড়িতে এই চুরির ঘটনা সামনে এসেছে। গত বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসব পালনের জন্য আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন উদয় মন্ডলের স্ত্রী পঞ্চমী মন্ডল ও তার সন্তানেরা।স্থানীয় মারফত রবিবার খবর যায় বাড়িতে চুরি হয়েছে। তড়িঘড়ি পরিবারের সদস্যরা ছুটে আসেন। বাড়িতে থাকা সমস্ত লকার ভেঙে দুই থেকে আড়াই লক্ষ টাকার সোনার অলংকার সহ বেশ কিছু নগদ টাকা চোরেরা নিয়ে পালিয়েছে। এদিকে ঘটনা সামনে আসতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যথারীতি পুলিশি নজরদারির দাবিও তুলছেন স্থানীয়।