সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ ডিসেম্বর’২৩ : বৃদ্ধ দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন নাথুয়ারচর এলাকায়। এই ঘটনায় মানুষজনেরা ভিড় জমিয়েছেন ঐ এলাকায়। ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

মৃত দম্পতির বয়স আনুমানিক বৃদ্ধের ৭০ এবং বৃদ্ধার ৬৫ বছর। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে ঘটনার তদন্তে আসা পুলিশ আধিকারিক তমাল পাল জানান।

প্রতিবেশী প্রদীপ দাস বলেন, প্রায় দিন ছোটো জামাই আসে বাড়ীতে এবং ঝগড়া হয়। গতকাল রাত প্রায় দেড়টা পযর্ন্ত ছোটো জামাইয়ের বাইক ঘরের পাশে দেখেছি। তার আগে অনেক আওয়াজ শুনে আমরা ভেবেছিলাম হাতি এসেছে তাই বাড়ি থেকে বাইরে এসেছিলাম। এরপর আজ সকালে দাদু কে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয় নাই। আমাদের সন্দেহ ছোটো জামাইই মেরেছে এই বৃদ্ধ বৃদ্ধাকে বলে অভিযোগ।

অপরদিকে জেলা হাসপাতালের মর্গে দাড়িয়ে মৃত দম্পতির বড় জামাই ভূষণ দাস অভিযোগের সুরে বলেন, এটা আত্মহত্যা নয় দুজনকে খুন করা হয়েছে। আমরা অবশ্যই অভিযোগ দায়ের করে তদন্ত দাবী করবো।

অপরদিকে এলাকার পঞ্চায়েত সদস্য জগদীশ বর্মন জানান, সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মৃত দম্পতির নাম বেচারাম দাস এবং রাধারাণী দাস। আমি ঘটনার আইনি তদন্তের দাবী করছি।