জলপাইগুড়ি শহরের ১৪ নং ওয়ার্ডে গ্যাস ভর্তি সিলিন্ডার লিক হওয়ার ঘটনায় চাঞ্চল্য

জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরের ১৪ নং ওয়ার্ডে গ্যাস ভর্তি সিলিন্ডার লিক হওয়ার ঘটনায় চাঞ্চল্য। দুর্ঘটনা এড়াতে গ্যাস সিলিন্ডারকে পুকুরে‌ ফেলে দেওয়া হল। জানা গেছে, বৃহস্পতিবার সকাল নাগাদ স্থানীয়রা রাস্তার মাঝে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার পড়ে থাকতে দেখেন। গ্যাস সিলিন্ডার থেকে ক্রমাগত গ্যাস বের হচ্ছিল যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্যাসের গন্ধে ভরে যায় চারপাশ।

দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয় কাউন্সিলর সন্দীপ ঘোষের প্রচেষ্টায় গ্যাস সিলিন্ডার পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়। এরপর খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতয়ালী থানায়। পরবর্তীতে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকলের কর্মীরা। তারা এসে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের করা বন্ধ করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অনুমান, গ্যাস সিলিন্ডার চুরি করতে গিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেছে দুষ্কৃতীরা।

There is a stir in Jalpaiguri city due to gas filled cylinders leaking in Ward No. 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *