“রাজ্যে গণতন্ত্র নেই। চটি চাটতে ব্যস্ত পুলিশ”- সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ অক্টোবর : নায্য চাকরি প্রার্থীরা চাকরির দাবি জানিয়ে আন্দোলন করছেন, আর রাজ্য সরকার পুলিশকে দিয়ে দমিয়ে দিচ্ছে – অভিযোগ বিজেপির। রাতের অন্ধকারে করুনাময়ীতে চাকরি প্রার্থীদের হেনস্তা করে তুলে দেওয়ার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ধিক্কার মিছিল করল জলপাইগুড়ি জেলা বিজেপি। এদিন ডিবিসি রোড এলাকার জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে থানার সামনে এসে শেষ হয়।

এরপর কোতয়ালী থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। থানার গেটের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপর চলল দু’পক্ষের বচসা। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়।

"There is no democracy in the state. The police are busy licking their lips" - MP Dr. Jayant Kumar Roy


সাংসদ বলেন,”রাজ্যে গণতন্ত্র নেই। চটি চাটতে ব্যস্ত পুলিশ। ন্যায্য চাকরি প্রার্থীদের চোখের জলকে সম্মান জানিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *