বিশ্বজিৎ নাথ, কলকাতা : রাজভবন ও নবান্নের মধ্যে তফাৎ নেই। মঙ্গলবার সন্ধেয় সিটুর কাঁচড়াপাড়া পৌরাঞ্চলের উদ্যগে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চ-এর ভবন নির্মাণ কল্পে ‘অর্থ প্রদান’ কর্মসূচিতে এসে এমনটাই বললেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, রাজভবন ও নবান্নের মধ্যে নাটক চলছে। তাঁর দাবি, তৃণমূল ক্ষমতার আসার পর নিয়োগে দুর্নীতি হয়েছে। কিন্তু তৃণমূলের চোরদের বাড়ি গাড়ি নিলাম করে গরিব মানুষের টাকা ফেরত দিতে হবে। আর নিয়োগ দুর্নীতিতে রাঘববোয়াল ধরতে ইডি-সিবিআইয়ের ওপর চাপ সৃষ্টি করতে হবে। মহম্মদ সেলিম ছাড়াও হাজির ছিলেন সিপিএম নেতা রবিন দেব, গার্গী চ্যাটার্জি প্রমুখ।