দুই নেতার বিবাদে রাজনীতি নেই! থানায় পাল্টা অভিযোগ যুব নেতার

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ সেপ্টেম্বর’২৩ : দুই নেতার বিবাদ!! রাজনীতি নেই!! নষ্ট আলুর বীজের টাকা ফেরত চাওয়াতেই ঘটনা। দাবী জেলা যুব তৃণমুলের সাধারণ সম্পাদকের। উল্লেখ্য, অঞ্চল সহ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছিল সদর ব্লক এক যুব তৃণমুল সভাপতির বিরুদ্ধে। পাওনা টাকা না দেওয়ার জন্যই এমন অভিযোগ, থানায় পাল্টা অভিযোগ দায়ের করলেন ওই যুব নেতা। উক্ত ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গড়ালবাড়ী অঞ্চলের তৃণমুল কমিটির সহ সভাপতি মহম্মদ শুকুরউল্লা।

অপরদিকে শুক্রবার তৃণমুল সদর ব্লক একের যুব সভাপতি পাপ্পু রহমান কোতোয়ালী থানায় মহম্মদ শুকুরউল্লার বিরূদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দায়ের করে বলেন, বৃহষ্পতিবার শুকুরউল্লা আমার নামে একটি মিথ্যে অভিযোগ দায়ের করেছেন, যে আমি ওনাকে মারধর করেছি।

There is no politics in the dispute between the two leaders!  Youth leader's counter-complaint at the police station

অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমুল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহা জানান, গতকাল পাপ্পু রহমানের বিরুদ্ধে মহম্মদ শুকুরউল্লা যে অভিযোগ দায়ের করেছেন সেটি সম্পূর্ন ভিত্তিহীন এবং এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।

আরো পড়ুন : ছিপে ধরা কচ্ছপ বনদপ্তরের হাতে তুলে দিয়ে সচেতনতার বার্তা এক স্কুল পড়ুয়ার

তবে এটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্ঠা করা হচ্ছে। আসল ঘটনা পাপ্পু রহমান সহ এলাকার বেশ কিছু কৃষক শকুরউল্লার কাছ থেকে আলুর বীজ কিনেছিলেন। পরে দেখা যায় আলুর বীজগুলো নষ্ট। যার ফলে বহু কৃষক ক্ষতির মুখে পরে। সেই আলুর বীজের টাকা চাওয়া কে ঘিরেই এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *