নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ জুন ২০২২ : ওরা থাকে উপরে। তাই উপরের ওরা যাতে কোনও ভাবেই বিরক্ত না হয় তার জন্য সব সময় সতর্ক রয়েছেন বাড়ির মালিক বিশ্বজিৎ দাস। পেশায় শিক্ষক বিশ্বজিৎ বাবু। পরিবেশ প্রেমী হিসেবেও যথেষ্ট পরিচিত তিনি। কিন্তু তার বাড়ির ছাদে যারা এসে উঠেছেন তারা আর কেউ নন পরিযায়ী পাখি। হিমালয় থেকে শীতের মরশুমে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় জলাশয়ে এসে আশ্রয় নেওয়া পরিযায়ী পাখি যারা লেসার হুইসলিং টিল নামে পরিচিত। তারা কারও বাড়ির ছাদে এসে আশ্রয় নিয়ে সন্তানের জন্ম দিয়েছেন বিশ্বজিৎ বাবুর কথায় এমন কোনও নজির আছে বলে তাঁর জানা নেই। কয়েকদিন আগে বাড়ির ছাদের উপর থেকে কিচির মিচির শব্দ কানে আসে বিশ্বজিৎ বাবুর। উঁকি দিতেই দেখতে পান ছাদের উপর রাখা জলের ড্রামে রীতিমতো চার সদ্যোজাত সন্তান কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সরাল দম্পতি। মা সরাল যখন উড়ে যাচ্ছে তখন সন্তানের দিকে নজর রাখছে বাবা সরাল হাঁসটি। মা খাবার মুখে করে ফিরে এলে খাবারের খোঁজে উড়ে যাচ্ছে বাবা সরাল হাঁস। এ দৃশ্য দেখে রীতিমতো অবাক বিশ্বজিৎ বাবু। এরা সাধারনত মানুষের থেকে কিছুটা দূরে থাকতেই বেশি পছন্দ করে। তাই তার খোলা ছাদে পরিযায়ী এই হাঁস দম্পতির এসে উপস্থিত হওয়া এবং সন্তানের জন্ম দেওয়ার ঘটনা কে বিরল ঘটনা বলেই মনে করছেন তিনি। এখন ছাদের উপর খেলে বেড়াচ্ছে ছোট্ট ছানারা। দু একদিনের মধ্যেই তাঁরা উড়তেও শিখে যাবে।
