চোপড়া : চুরি করেও মন ভরেনি, তাই ফের একই দোকানে চুরি করতে গিয়েই হাতেনাতে ধরা পড়ল চোর। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ার কালাগছ বাজারে।

সূত্রের খবর, চোপড়ার এক টাইলস ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথের দোকান থেকে লোহার তিনটি স্ট্যান্ড চুরি হয়ে গিয়েছিল। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও চোরকে তখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দোকান মালিক অনুমান করেছিলেন, চোরটি আবার ফিরে আসতে পারে। তাই তিনি নিজের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সরাসরি সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করছিলেন।

অবশেষে, অনুমান সত্যি হলো! বুধবার ফের চুরির উদ্দেশ্যে দোকানে আসতেই হাতেনাতে ধরা পড়ে যায় চোরটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চোপড়া থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরকে আটক করে।
পুলিশি জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া লোহার স্ট্যান্ড উদ্ধার করা হয় একটি কাবারির দোকান থেকে। এরপর অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনার পর বিশ্বজিৎ দেবনাথ বলেন, “চোপড়া এলাকায় নেশার সামগ্রী অবাধে বিক্রি হচ্ছে। নেশাগ্রস্তরা টাকা জোগাড় করতেই একের পর এক চুরির ঘটনা ঘটাচ্ছে। এই পরিস্থিতি ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে।”
চোপড়া বাজারের ব্যবসায়ীদের দাবি, রাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক, পুলিশের টহলদারি বাড়ানো হোক। স্থানীয়দের মতে, যদি সময় মতো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এলাকায় চুরির ঘটনা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও সংকটের মুখে পড়বে।
চোপড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় অপরাধ রুখতে বিশেষ নজরদারি চালানো হবে। তবে এ ধরনের চুরির ঘটনার মূল কারণ যদি নেশার আসক্তি হয়, তাহলে শুধুমাত্র পুলিশি ব্যবস্থা নয়, সমাজের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশিষ্টজনেরা।