সংবাদদাতা, জলপাইগুড়ি : চা বাগানের জল দেওয়ার সরঞ্জাম ও দামি পাম্প মেশিন চুরির অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে জলপাইগুড়ি রানিনগরের শিববাড়ির বাসিন্দা রঞ্জন বর্মণকে শনিবার রাতে গ্রেফতার করল কোতোয়ালি থানায় সাদা পোশাকের পুলিশ। ধৃতকে জেরা করে চুরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ।

পুলিশ জানায়, ১৪ ফেব্রুয়ারি রানিনগরের পঙ্কজ চক্রবর্তীর বাড়িতে চুরির অভিযোগ উঠেছিল। প্রায় ৫৫ হাজার টাকা সামগ্রী চুরি হয়। তদন্তে নেমে দুষ্কৃতীর খোঁজ পাওয়া যাচ্ছিলো না। তদন্তে উঠে আসে অভিযুক্ত বাইরে গিয়ে গা ঢাকা দিয়েছে।

অভিযুক্ত খোঁজ পেয়ে গ্রেফতার করল পুলিশ। রবিবার ধৃতকে জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ জানায়, ধৃত আর কোন চুরির ঘটনায় যুক্ত রয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।