হলদিবাড়ি : হলদিবাড়ি ব্লকের পয়ামারী সংলগ্ন এলাকায় এক রাতেই পরপর পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তত চারটি বাড়ির কল থেকে জল তোলার পাম্প চুরি করে চোরের দল। শুধু তাই নয়, প্রাচীন সিঁদ কাটা পদ্ধতিতে আরেকটি বাড়িতে ঢোকার চেষ্টা করলেও, বাড়ির এক সদস্যের ঘুম ভেঙে যাওয়ায় তারা সফল হতে পারেনি।
অন্যদিকে, পয়ামারী বাজার সংলগ্ন সনজিৎ রায়-এর বাড়িতে সিঁদ কেটে ঢুকে একটি মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশ্চর্যের বিষয়, ঘরে অন্যান্য মূল্যবান সামগ্রী থাকলেও সেগুলিকে ছুঁয়েও দেখেনি চোরেরা।
এলাকাবাসীর ধারণা, কোনও সিঁচকে চোরের দল পরিকল্পনা করেই এই চুরির কাণ্ড ঘটিয়েছে। দিনের শুরুতেই পরপর এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের ধরার দাবি তুলেছেন।