এবার জলপাইগুড়িতে তৈরি হচ্ছে ভুতুড়ে হাসপাতাল!

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ অক্টোবর : জলপাইগুড়িতে এবার কালীপুজোয় বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে “ভুতুড়ে হাসপাতাল।” প্রতি বছরের ন্যায় এ বছরও অগণিত মানুষের মন জয় করবে অভিনব এই ভুতুড়ে হাসপাতাল বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের। প্রতিবারের মতো এবারও শ্যামা মায়ের আরাধনায় সামিল হয়েছেন জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনীর ভগত সিং স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাব। এবারের বিশেষ আকর্ষণ ” ভুতুড়ে হাসপাতাল ‘।

গত বছর “ভূত মহল ” বানিয়ে ব্যাপক সারা ফেলেছিল ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের খুদে সদস্যরাই ভূত, পেত্নি সেজে ছিল। তাদের এই ভূত, পেত্নির অভিনয় পুজো মন্ডপে আগত দর্শনার্থীদের মন জয় করেছিলেন। পুজোর কয়েকদিন সারা রাত ধরে কাতারে কাতারে দূর দুরান্ত থেকে মানুষ এসে তাদের এই “ভুত মহল” উপভোগ করেন। এবারও তার ব্যাতিক্রম হবে না বলে জানালেন ক্লাব সম্পাদক সঞ্জয় সরকার। তিনি বলেন, কালী পুজার এই চারদিন পুজোয় দর্শনার্থীদের আনন্দ দিতে চাই। তাই গতবারের তুলনায় এবার আরও বেশি চমক দিতে আমাদের পুজো মন্ডপ “ভুতুড়ে হাসপাতালের” আদলে তৈরী হবে। সেই পরিতক্ত হাসপাতালে থাকবে জীর্নদসা আসবাবপত্র , অপারেশন থিয়েটার , ভাঙাচোরা হুইল চেয়ার, এছাড়াও এই ভূতরে হাসপাতালে থাকবে শাকচুন্নি। ক্লাব সদস্যরাই যেমন হাতে হাত লাগিয়ে তৈরী করবেন “ভুতুড়ে হাসপাতাল”। তেমনি ছোট থেকে বড় সব বয়সের ছেলেরাই মুখোশ পড়ে ভূত পেত্নি সাজবেন এবং এবারও দর্শনার্থীদের তা আনন্দ দেবে বলে জানান তিনি।

দেখুন ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *