সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ ফেব্রুয়ারি’২৪ : অশান্তি এড়াতে এবার পাচদিন ধরে বিতরণ হবে হিমঘরে আলু রাখার বন্ড। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের সঙ্গে এই বিষয়ে এক বৈঠক হয় হিমঘর মালিক সংগঠণের। সিদ্ধান্ত হয়েছে, ২০শে ফেব্রুয়ারি থেকে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত সদর ব্লকের মোট সাতটি হিমঘরের মধ্যে পাঁচটিতে আলু রাখার বন্ড দেওয়া হবে আলু চাষিদের।

বাকি দুটি রিজার্ভ রাখা হবে পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য। এই প্রসঙ্গে হিমঘর মালিক সমিতির পক্ষে কিশোর মারোদিয়া বলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হল। গত বছরের মতো যাতে হিমঘরে আলু রাখাকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ তৈরি না হয়, সে ব্যাপারে আলোচনা এবং পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এদিনের বৈঠকে। তারা আশা করছেন, এবার শান্তিপূর্নভাবেই হিমঘরে আলু রাখার প্রক্রিয়ায় অংশ নেবেন আলুচাষীরা।